নারীসহ রেস্ট হাউজে ওসি, ‘চাঁদাবাজি’র অভিযোগে জড়ালেন ছাত্রদল নেতা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫ নারীসহ রেস্ট হাউজে ওসি, ‘চাঁদাবাজি’র অভিযোগে জড়ালেন ছাত্রদল নেতা বিডি সময় ডেস্ক রিপোর্ট : যশোরে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে এক নারীসহ অবস্থানরত ওসির কাছে চাঁদা দাবি ও চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িয়ে পড়েছেন ছাত্রদলের এক নেতা, যিনি সহযোগীদের নিয়ে রেস্ট হাউজে হানা দিয়ে ‘আপোষের’ মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত। সূত্র জানায়, ৩০ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এক নারীসহ যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরাতন রেস্ট হাউজের একটি কক্ষে ওঠেন। ঘণ্টা দুয়েক পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেস্ট হাউজের দরজায় ধাক্কা দিলে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসেন। পরে ধস্তাধস্তি করে ওসিকে নারীসহ আবার কক্ষে নেয়া হয়। স্থানীয়দের দাবি, সনি ও তার সহযোগীরা ওসির কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে দুই লাখ টাকায় আপোষ করে তাকে নারীসহ পালিয়ে যেতে সহায়তা করেন। ঘটনাস্থলে থাকা আনসার সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মারধরের শিকার হন। কেয়ারটেকার মিজানুর রহমান জানান, টাকা লেনদেনের দৃশ্য দেখায় তাকেও মারধর করা হয়। ওসি সাইফুল ইসলাম দাবি করেন, তিনি যশোরে এক বন্ধুর সাথে কাজের জন্য এসেছিলেন এবং রেস্ট হাউজে ওঠার সময় কোনো অনৈতিক কাজ করেননি। ছাত্রনেতাদের সঙ্গে তার স্বাভাবিক আলাপ হয় এবং এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা। ছাত্রদল নেতা সনি অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তিনি সেখানে যান, তবে কোনো নারী সেখানে পাননি। এ ঘটনায় রেস্ট হাউজ ব্যবস্থাপনায় থাকা যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, ঝিনাইদহ থেকে অনুরোধ আসায় ওসিকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে যা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছেও কাউকে পায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। SHARES অপরাধ বিষয়: