নড়াইল সদর কোর্ট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

নড়াইল সদর কোর্ট পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্), খুলনা রেঞ্জ

রাশেদ রাসু, নড়াইল থেকে:

নড়াইল জেলা সদর কোর্ট পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা। শনিবার (১৯ জুলাই) তিনি সদর কোর্টে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সালাম প্রদান করা হয়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি কোর্ট পুলিশ কর্তৃক প্রদত্ত সালামী গ্রহণ করেন এবং পরে কোর্টের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সদর কোর্টে রক্ষিত বিভিন্ন রেজিস্টার, সিডিএমএস (কেস ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম) এন্ট্রি যাচাই, মালখানা ঘর, কোর্ট অফিসের সার্বিক পরিবেশ এবং কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি কোর্টের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।