নড়াইল থেকে দুই শতাধিক বাসে জামায়াত নেতাকর্মীদের সম্মেলনে রওনা

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

নড়াইল থেকে দুই শতাধিক বাসে জামায়াত নেতাকর্মীদের সম্মেলনে রওনা

রাশেদ রাসু, নড়াইল থেকে :

জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর জাতীয় সম্মেলনে যোগ দিতে নড়াইল জেলা থেকে দুই শতাধিক বাসে নেতাকর্মীরা যাত্রা করেছেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নেতৃত্বে এই বহরটি আজ সকালে রওনা হয়।

জানা গেছে, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি এলাকা থেকে আগত নেতাকর্মীরা জেলার বিভিন্ন পয়েন্ট থেকে সংগঠিত হয়ে সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেন। যানবাহনগুলোতে করে সাধারণ কর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।

মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “জাতীয় সম্মেলন একটি ঐতিহাসিক মুহূর্ত। নড়াইল জেলা জামায়াত সর্বশক্তি নিয়ে অংশ নিচ্ছে। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ ও ইসলামী আন্দোলনের ধারাকে শক্তিশালী করা।”

এ সময় নিরাপত্তা ও সুশৃঙ্খল যাত্রার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সহযোগিতা কামনা করা হয়।