নড়াইলে সদ্য নিয়োগপ্রাপ্ত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের উদ্বোধন বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ নড়াইলে সদ্য নিয়োগপ্রাপ্ত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের উদ্বোধন রাশেদ রাসু, নড়াইল থেকে : নড়াইল জেলা পুলিশের সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ব্যবহারিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় পুলিশ লাইন্স, নড়াইলে এই প্রশিক্ষণের শুভ সূচনা করেন নড়াইলের পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর। ব্যবহারিক এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণকারীদের সেবা প্রত্যাশী জনগণের সাথে পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, কায়িক প্রশিক্ষণ, মানবাধিকার এবং জনসেবামূলক আচরণের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “নবনিযুক্ত টিআরসি সদস্যরাই ভবিষ্যতের পুলিশ। শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত হতে হবে।” তিনি আরও বলেন, “দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।” পুলিশ সুপার নবীন সদস্যদের সৎ, নিষ্ঠাবান হয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট ফোর্স উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের দিকনির্দেশনা শুনে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার অঙ্গীকার করেন। SHARES আইন আদালত বিষয়: