নড়াইলে ভুল সেটে পরীক্ষা, দুই কর্মকর্তাকে অব্যাহতি; বোর্ডের চিঠিতেও ভুল! বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৫ নড়াইলে ভুল সেটে পরীক্ষা, দুই কর্মকর্তাকে অব্যাহতি; বোর্ডের চিঠিতেও ভুল! রাশেদ রাসু, লোহাগড়া থেকে: নড়াইলের লোহাগড়া উপজেলায় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুল সেটে প্রশ্নপত্র দেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে এই সিদ্ধান্ত জানিয়ে যে চিঠি বোর্ড কর্তৃপক্ষ দিয়েছে, তাতে নিজেরাই করেছেন তথ্যগত ভুল। রোববার (২৯ জুন) লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ৪৪২ জন পরীক্ষার্থী নির্ধারিত সেট কোড-৪ এর পরিবর্তে সেট কোড-২ এ পরীক্ষা দেন। বিষয়টি বোর্ড ও প্রশাসনের নজরে আসতেই তাৎক্ষণিকভাবে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার রায় ও ট্যাগ অফিসার রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেয় বোর্ড। কিন্তু বোর্ডের স্বাক্ষরিত চিঠিতে উল্টো লেখা হয়— “সেট কোড ০২-এর পরিবর্তে সেট কোড ০৪ দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে”, যা মূল ঘটনার বিপরীত। বাস্তবে বরং নির্ধারিত কোড ছিল ০৪, কিন্তু ব্যবহার করা হয়েছিল ০২। চিঠিটি স্বাক্ষর করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন। এটি পাঠানো হয় কেন্দ্র সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তবে ভুল তথ্য থাকার বিষয়টি নিয়ে কেউ সরাসরি মন্তব্য করতে রাজি হননি। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, “প্রশ্ন সেট নিয়ে ভুল হয়েছে ঠিকই, এজন্য দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলামকে নতুন কেন্দ্র সচিব এবং প্রশিক্ষক চিত্ত রঞ্জন সরকারকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।” তবে বোর্ড কর্তৃক জারি করা চিঠিতে ভুল থাকা সত্ত্বেও সেটি সংশোধনের কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও জানান সংশ্লিষ্টরা। এ বিষয়ে শিক্ষা বোর্ড বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাখ্যার জন্য এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। SHARES অপরাধ বিষয়: