নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার, দু’জন বহাল বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার, দু’জন বহাল নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলে শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী আচরণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে একই ঘটনায় শোকজপ্রাপ্ত অপর দুই নেতা সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় তাদেরকে সংগঠনে পুনর্বহাল করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৩ জুলাই বহিষ্কার ও পুনর্বহালের সিদ্ধান্ত জানিয়ে আলাদা দুটি নোটিশ জারি করা হয়। রোববার রাতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। বহিষ্কৃত নেতা রাশেদুল ইসলাম মামুন, নড়াইল সদর উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন। অপর দুই নেতা — জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী ও আমিরুল ইসলাম রানা — তাদের বিরুদ্ধে আনীত অভিযোগে দুঃখ প্রকাশ এবং সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ করায় পুনর্বহাল হয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়, আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুনের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, শৃঙ্খলা লঙ্ঘন ও আদর্শবিরোধী আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, অপর দুই নেতার ব্যাপারে আরেকটি নোটিশে বলা হয়, সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ ও ভবিষ্যতে শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতে কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হয়। বহিষ্কৃত মামুন জানান, “বহিষ্কারের নোটিশ আমি এখনো হাতে পাইনি, শুধু ফেসবুকে দেখেছি। আমি এ বিষয়ে আপিল করব এবং আশা করছি আদেশটি পুনর্বিবেচনা করা হবে।” ঘটনার পেছনের প্রেক্ষাপট জানা গেছে, ৬ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী জেলা প্রশাসকের একটি ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন। এতে প্রশাসনের প্রতি শহীদ ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর আহ্বান জানানো হয়। কিন্তু ওই পোস্ট পরবর্তীতে আরেক যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম মুছে ফেলেন। এ ঘটনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে সিনিয়র নেতারা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। ৯ জুন পুরাতন বাস টার্মিনাল এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। সংঘর্ষে রাশেদুল ইসলাম মামুন সরাসরি অংশ নেন এবং কয়েকজন আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে ১১ জুন তিনজনের বিরুদ্ধেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। SHARES রাজনীতি বিষয়: