নড়াইলে বিক্ষোভ: সোহাগসহ গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে নিহতদের বিচার দাবি

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

নড়াইলে বিক্ষোভ: সোহাগসহ গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে নিহতদের বিচার দাবি

রাশেদ রাসু, নড়াইল থেকে :

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ‘নড়াইলের সর্বস্তরের ছাত্র-যুব জনতা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি মো. ইমাম হোসেন সেলিম। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আনিসুজ্জামান সোহাগ, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক ডা. এস এম নাসির উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব মো. শাফায়াতসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, “দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এখন তাদের কর্মীদেরও নিয়ন্ত্রণে রাখতে পারছে না। যারা এক সময় নিপীড়িত ছিল, তারাই আজ সন্ত্রাস ও চাঁদাবাজিতে লিপ্ত।”

তারা বলেন, “শুধু সোহাগ নয়, গত ১০ মাসে বিএনপির সন্ত্রাসে যারা নিহত হয়েছেন—তাদের প্রতিটা হত্যার বিচার চাই। যদি জেলা প্রশাসক ও পুলিশ সুপার অপরাধীদের ধরতে ব্যর্থ হন, তাহলে তাদের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।”

এ সময় জেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানান।