নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ নড়াইলে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১০ জন আহত রাশেদ রাসু, নড়াইল থেকে : নড়াইল জেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের আক্রমণে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গঙ্গারামপুর, ডুমুরতলা ও ভওয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী গঙ্গারামপুর গ্রামে প্রথমে কুকুরটি একে একে তিনজনকে কামড়ায়। এরা হলেন—ইমরান (৪০), তানভির রহমান (৮) পিতা মফিজ ফকির, এবং সামিউল (৮) পিতা শিমুল। পরে ওই পাগলা কুকুরটি পৌরসভার ডুমুরতলা ও ভওয়াখালী এলাকায় ঢুকে আরও সাতজনকে কামড়ায়। এরা হলেন—আবু রায়হান (৫) ও তার মা লাইজু বেগম (২২), জেলেখা বেগম (৫০), ইমন মোল্যা (১৬), চঞ্চল মোল্যা (৩২), রাবেয়া (৫) এবং রেশমা বেগম (৪০)। সকল আহতকে নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। তাদের অনেকেই এন্টি-র্যাবিস ভ্যাকসিন নিয়েছেন। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুপ্রীতি নন্দী লক্ষ্মী বলেন, > “সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে অন্তত ১০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।” স্থানীয়রা জানান, পাগলা কুকুরটি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যা নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। SHARES নাগরিক সংবাদ বিষয়: