"নড়াইলে নির্বাচনী মাঠ"
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থী ঠিকঠাক,বিএনপিতে জট"
রাশেদ রাসু, নড়াইল থেকে :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি) ইতোমধ্যেই মাঠ গোছানোর কাজে সক্রিয় ছিল। পরবর্তীতে দেশের পরিস্থিতি বুঝে ২০২৬ সালের প্রথমদিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মনোনয়ন নিশ্চিত করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন
নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এদিকে এনপিপিও নড়াইল-০২ আসনে তাদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দিয়েছেন।
বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীদের প্রতিযোগিতা
বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন না দিলেও নড়াইলের দুটি আসনে একাধিক সম্ভাব্য প্রার্থী নিজের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তৃণমূল পর্যায়ে উঠান বৈঠক, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, ব্যানার-পোস্টার লাগানো, এবং সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের মন জয় করতে চেষ্টা চালাচ্ছেন তারা।
বিশেষ করে নড়াইল-০১ আসনে কমপক্ষে ৬ জন এবং নড়াইল-০২ আসনে ৯ জন নেতাকর্মী মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারে সক্রিয় ভূমিকা রাখছেন।
নড়াইল-০১ আসনের প্রার্থিতা
নড়াইল-০১ আসনটি কালিয়া উপজেলা ও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন:
বিশ্বাস জাহাঙ্গীর আলম (জেলা বিএনপির সভাপতি)
লে. কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন
জহিরুল ইসলাম জহির (যুক্তরাষ্ট্রের বিএনপি নেতা)
আব্দুল লতিফ সম্রাট
ডা. শফিকুল হায়দার পারভেজ
অধ্যাপক বি এম নাগিব হোসেন
এই আসনে জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ।
নড়াইল-২ আসনের প্রার্থিতা
নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থীদের তালিকায় রয়েছেন:
মো. মনিরুল ইসলাম (জেলা বিএনপির সাধারণ সম্পাদক)
মো. জুলফিকার আলী
অ্যাড. নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল
অশোক কুন্ডু
আলী হাসান
শাহরিয়ার রিজভী জর্জ
এম জাকারিয়া
মেজর (অব.) মঞ্জুরুল ইসলাম প্রিন্স
প্রকৌশলী হিমায়েতুল ইসলাম হিমায়েত
এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান বাচ্চু এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম। এনপিপির পক্ষে প্রার্থী হচ্ছেন ফরিদুজ্জামান ফরহাদ।
অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হামলার অভিযোগ
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে কোন্দলের চিত্রও স্পষ্ট। গত ১৮ মে কালিয়ায় একটি ক্রীড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের ওপর হামলার অভিযোগ উঠেছে একই দলের একাংশের বিরুদ্ধে। এ ঘটনায় ২৩ মে নড়াগাতি থানায় ৭৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের মামলা হয়েছে।
জামায়াত-ইসলামী আন্দোলনের সাংগঠনিক প্রস্তুতি
জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন দাবি করছে, তারা নড়াইলের বিভিন্ন নির্বাচনী এলাকায় শক্ত অবস্থানে রয়েছে। জেলা জামায়াত আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু জানিয়েছেন, নড়াইল-০২ আসনে প্রায় দেড় লাখ এবং নড়াইল-০১ আসনে ৭০ হাজার কর্মী-সমর্থক রয়েছে তাদের। তারা ইতিমধ্যে হাটবাজার সফর ও পোলিং এজেন্ট চূড়ান্ত করেছেন।
অপরদিকে, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দীন দাবি করেন, নড়াইলের দুই আসনে প্রতিটিতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার ভোট রয়েছে তাদের। ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলে তারা বড় চমক দেখাতে পারে।
বিএনপি নেতাদের বক্তব্য
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিলাম, মামলা-হামলার শিকার হয়েছি। দল নিশ্চয়ই ত্যাগ ও শ্রমের যথাযথ মূল্যায়ন করবে। বসন্তের কোকিলরা এখন মনোনয়ন চাইছে, জনগণ জানে কে দলের জন্য ত্যাগ করেছেন আর কে অতিথি পাখি।”
ইতিহাসে বিএনপির জয়
নড়াইল-০১ ও ০২— উভয় আসনেই অতীতে বিএনপি ও তাদের জোটের বিজয়ের নজির রয়েছে। ১৯৭৯, ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালে নড়াইল-০১ আসনে বিএনপি জয়লাভ করে। নড়াইল-০২ আসনে ১৯৭৯, ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালে জয় পায় বিএনপি বা তার নেতৃত্বাধীন জোট।
বিশ্লেষণ:
নড়াইলের রাজনৈতিক মাঠে এখন বিএনপি, জামায়াত ও ইসলামী দলগুলোর তৎপরতা বেশি চোখে পড়ছে। অন্যদিকে জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টির কার্যক্রম এখনো দৃশ্যমান নয়। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ইসলামী দলগুলোর সংগঠিত প্রস্তুতি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।