নড়াইলে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রাশেদ রাসু, নড়াইল থেকে:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা তৈয়্যেবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মাদ সেলিম রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোঃ আবুল হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ওলামা দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল।
সম্মেলন সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওলানা মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে জেলা ওলামা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে দলীয় ঐক্য ও তৃণমূল পর্যায়ের সক্রিয়তা বাড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপিসহ বিভিন্ন ইসলামী দলগুলোর কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন।
সম্মেলনে জেলার তিনটি উপজেলা থেকে ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।