নড়াইলে চিত্রশিল্পী সমীর মজুমদারের স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

নড়াইলে চিত্রশিল্পী সমীর মজুমদারের স্মরণসভা অনুষ্ঠিত

রূপক মুখার্জি, নড়াইল:

নড়াইলের প্রখ্যাত চিত্রশিল্পী ও এস.এম. সুলতান শিশুস্বর্গের চিত্রাংকন বিভাগের শিক্ষক সমীর মজুমদারের অকাল প্রয়াণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ১১টায় এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালার আয়োজনে, জেলা প্রশাসন নড়াইলের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় শিশুস্বর্গ অডিটোরিয়ামে এই স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. সুলতান ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের প্রতিনিধি সহকারী কমিশনার এ.বি.এম. মনোয়ারুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. রাকিবিল বারী, চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এস.এম. সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, শিল্পী মোজাই জীবন সফোরী, শিল্পী অভিলাষ দাস, শিল্পী ডি.ডি. মল্লিক, নিখিল চন্দ্র দাস, উজ্জ্বল খান, স্থপতি বিধান কুমার সাহা, এবং পরশ রহমান প্রমুখ।

স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর সহধর্মিণী বিপুলা মজুমদার, একমাত্র সন্তান স্বপ্নীল মজুমদার, এস.এম. সুলতান কমপ্লেক্সের সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, শিশুস্বর্গের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন গণমাধ্যমকর্মী, চিত্রশিল্পী, সংস্কৃতি কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্মরণসভায় বক্তারা বলেন, সমীর মজুমদার ছিলেন এক নিবেদিত প্রাণ শিল্পসাধক, যিনি শিশুদের শিল্পশিক্ষায় অনুপ্রেরণা জুগিয়েছেন নিরলসভাবে। তাঁর প্রয়াণে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।