নড়াইলে ঘুষ দাবির অভিযোগে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

নড়াইলে ঘুষ দাবির অভিযোগে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

রাশেদ রাসু, নড়াইল থেকে:

নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগে তদন্তে নেমেছে খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত খুলনার একটি তদন্ত দল কালিয়ার মহাজন বাজারে অভিযোগকারী বিএডিসি অনুমোদিত সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদের দোকান পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে। তদন্ত দলের নেতৃত্ব দেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. আব্দুস সামাদ ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. তৌহিদীন ভূঁইয়া।

তদন্ত প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, “কোনো আনুষ্ঠানিক তদন্ত টিম গঠন করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি এসেছি এবং নির্দেশ অনুযায়ী কাজ করছি। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে।”

এর আগে গত ২৯ জুন শেখ জামিল আহমেদ কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতি মাসে সার গুদামে নেওয়ার পর চালানে স্বাক্ষরের সময় ইভা মল্লিক মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় তাকে হেনস্তা করা হয় এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ১ লাখ টাকা ঘুষের বিনিময়ে অন্য ব্যবসায়ী সামিউল ইসলামের নামে ডিলারশিপ দেওয়ার প্রস্তাব দেন ইভা মল্লিক। সামিউল ৭০ হাজার টাকা নিয়ে গেলে তাকে ফিরিয়ে দিয়ে ইভা মল্লিক বলেন, “১ লাখ টাকা ছাড়া ডিলারশিপ হবে না।”

এ বিষয়ে সামিউল ইসলাম গণমাধ্যমকে ঘুষের দাবির বিষয়টি স্বীকার করেছেন।

এছাড়া জামিল অভিযোগে উল্লেখ করেন, তিনি বিএনপি সমর্থক হওয়ায় রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে এবং তার পরিবর্তে আওয়ামীপন্থিদের ডিলারশিপ দিতে চাচ্ছেন ইভা মল্লিক। এছাড়া গুদাম পরিদর্শনের সময় নিজের পছন্দের লোকদের কাছে গোপনে সার বিক্রির নির্দেশ দিতেন তিনি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, “জামিল মৌসুমি ব্যবসায়ী, নিয়ম মেনে ব্যবসা না করায় তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।”

তদন্ত চলমান রয়েছে এবং প্রতিবেদন জমার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।