ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’, সক্রিয় থাকবে ৫ জুলাই পর্যন্ত

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’, সক্রিয় থাকবে ৫ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের খরার পর দেশের জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশমুখী ধেয়ে আসছে চলতি বছরের তৃতীয় ও অন্যতম শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে ‘নির্ঝর’।

শুক্রবার (২৭ জুন) রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিডব্লিউওটি জানায়, ‘নির্ঝর’ বৃষ্টিবলয়টি ২৮ জুন উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ধীরে ধীরে বিস্তৃত হবে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের ওপর দিয়ে। আগামী ৫ জুলাই পর্যন্ত এটি দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে উপকূলীয় অঞ্চলগুলোতে। বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে থাকবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এছাড়া সিলেট বিভাগে থাকবে মাঝারি মাত্রার বৃষ্টিপাত এবং ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকাগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভূমিধসের ঝুঁকি রয়েছে। যদিও কালবৈশাখীর আশঙ্কা নেই, তবে বজ্রপাতের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে মাঝারি মাত্রার ঝড়ো হাওয়া