ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনিতে হত্যা, উত্তপ্ত গোবিন্দগঞ্জ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনিতে হত্যা, উত্তপ্ত গোবিন্দগঞ্জ

নিজস্ব প্রতিবেদক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া (৩০) নামের এক যুবককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে হত্যা করেছে। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাবিল মিয়া পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় হাবিল মিয়া পাশের বাড়ির এক শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী তাকে খুঁজতে থাকে।

শনিবার রাত আনুমানিক ১১টার দিকে হাবিল গোপনে বাড়িতে ফিরলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “রাতেই আমরা খবর পেয়ে হাবিল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানায়, শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠন ও সচেতন মহল বিচারের বাইরে গিয়ে এ ধরনের ‘গণপিটুনি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, ধর্ষণের মতো নৃশংস অপরাধের বিচার অবশ্যই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।