দেশে চলমান গণধর্ষণ-চাঁদাবাজি, ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ দেশে চলমান গণধর্ষণ-চাঁদাবাজি, ভূমি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল নিউজ ডেস্ক : সারাদেশে চলমান গণধর্ষণ, চাঁদাবাজি, ভূমি দখল ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় ভোলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে বক্তৃতা দেন গণঅধিকার পরিষদ ভোলা জেলার সাবেক সদস্য সচিব আতিকুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক অন্তর হাওলাদার, সদর উপজেলার সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব ফিরোজ আহমেদ, লালমোহন উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন দেওয়ান, ছাত্রঅধিকার পরিষদ ভোলা জেলার সভাপতি শরিফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক আরিয়ান আরমান ও দপ্তর সম্পাদক রাহাদ হাসান রুমি প্রমুখ। নেতারা বলেন, দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতি বন্ধে ধর্ষকদের জনসমক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তারা অভিযোগ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে দলটির বহু নেতাকর্মী হামলা, মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সেই নিপীড়নের ধারাবাহিকতা বন্ধ হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলার ঘটনায় ভিপি নুরুল হক নুর, রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশের তীব্র প্রতিবাদ জানান এবং মামলাটি প্রত্যাহারের দাবি করেন। একইসঙ্গে ভোলার চরফ্যাশনে যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাহিদ হোসেন আলমের ওপর সন্ত্রাসী হামলাকারীদের শাস্তির দাবিও জানান। সমাবেশে গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। SHARES অপরাধ বিষয়: