তেহরানে আবারও একাধিক বিস্ফোরণ, যুদ্ধের উত্তাপ বাড়ছে

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

তেহরানে আবারও একাধিক বিস্ফোরণ, যুদ্ধের উত্তাপ বাড়ছে

অনলাইন ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৮ জুন) ভোররাতে তেহরানের পশ্চিমাঞ্চলের ইসলামশহর ও বিদগানে বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত আবহে নতুন করে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে দেশজুড়ে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ইসলামশহর এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অ্যান্টি-এয়ারক্রাফ্ট গান ব্যবহার করা হয়েছে। এলাকাটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র স্থাপনার জন্য পরিচিত। সম্প্রতি ১২ দিনব্যাপী ইরান-ইসরায়েল যুদ্ধকালীন সময়ে এই অঞ্চলটিই ছিল ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু।

এ বিস্ফোরণ এমন এক সময়ে ঘটল, যখন ইরানে যুদ্ধ চলাকালে নিহত ৬০ জন উচ্চপর্যায়ের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হয়তো একটি পূর্ব পরিকল্পিত হামলা প্রতিহত করার প্রচেষ্টা ছিল।

ইরান ইন্টারন্যাশনাল সূত্র বলছে, বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত করা না গেলেও এটি প্রতিপক্ষের ড্রোন বা রকেট প্রতিহতের অংশ হতে পারে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট ছোড়া হয়েছিল। তবে ইসরায়েল সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হুমকি প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতা সংকেত (সাইরেন) বাজানো হয় এবং জনগণকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।

উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে। আন্তর্জাতিক মহল এ অবস্থার ওপর গভীর নজর রাখছে এবং নতুন করে যুদ্ধের বিস্তার নিয়ে শঙ্কা প্রকাশ করছে।