তারেক রহমানের প্রশ্ন: “যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?”

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

তারেক রহমানের প্রশ্ন: “যারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না?”

বিডি সময় ডেস্ক রিপোর্ট :

পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সাম্প্রতিক হত্যা ও নৈরাজ্যে জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১২ জুলাই) গুলশানে ‘জুলাই আন্দোলন’ উপলক্ষে শহীদ পরিবারের সঙ্গে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান প্রশ্ন তোলেন, “যারা মব তৈরি করছে, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয়নি?” তিনি অভিযোগ করেন, “পুরান ঢাকায় যাকে সরাসরি স্ক্রিনে দেখা গেছে হত্যা করতে, তাকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি ধরে নিতে হবে সরকার বা প্রশাসনের কোনো অংশ থেকে এই অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে?”

তিনি আরও বলেন, “সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ তারা তা করতে ব্যর্থ হচ্ছে। হত্যাকারীদের বিচার এবং দোষীদের শাস্তির ব্যাপারে বিএনপি সর্বোচ্চ উদ্যোগ নেবে।”

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তারেক রহমান সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, “আপনারা কেন এই অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন? এটি কি সরকারের ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃত নীরবতা?”