তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা, যুবক আটক
জেলা প্রতিনিধি, বগুড়া:
তারেক রহমানের চাচাতো ভাই ও ব্যারিস্টার পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম রহমান নামে এক যুবককে আটক করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রতারক শামীম নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার পরিচয় দিয়ে দলীয় পদ ও সরকারি কর্মকর্তা বদলির প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতেন।
সম্প্রতি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বগুড়ার কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পরিচয় হয় শামীমের। একপর্যায়ে গত ২২ জুন বগুড়ার একটি পার্কে ইমরান হোসেন ও গোলাম রব্বানী জায়েদার সঙ্গে সাক্ষাৎ করে যুবদলের পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। বিনিময়ে তাদের কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং প্রাথমিকভাবে ৫০ হাজার টাকাও গ্রহণ করেন।
পরে খোঁজখবর নিয়ে ভুক্তভোগীরা জানতে পারেন, শামীম রহমান তারেক রহমানের কোনো আত্মীয় নন এবং তিনি পেশায় ব্যারিস্টারও নন। এরপর তারা বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং শামীমকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম তার পরিচয় ভুয়া বলে স্বীকার করেছেন। সে আরও স্বীকার করে, বিভিন্ন সময় নানা পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করেছে। তার বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকায়।
পুলিশ জানিয়েছে, শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।