তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক: নড়াইলে বিএনপির নতুন যাত্রা শুরু
রাশেদ রাসু, নড়াইল থেকে :
"তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক"—এই স্লোগানকে সামনে রেখে নতুন করে সংগঠিত হচ্ছে নড়াইল জেলা বিএনপি। তিনটি উপজেলা—নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া জুড়ে বিএনপি ও দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। লক্ষ্য একটাই—তৃণমূল থেকে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলা।
নড়াইলের শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিএনপি-সমর্থিত মানুষজন এখন আরও বেশি সক্রিয়। তারা মনে করছেন, পরিবর্তনের সময় এসেছে, আর সেই পরিবর্তনের পথ দেখাবে তরুণ প্রজন্ম। সেই লক্ষ্যেই এই স্লোগান—যেটি শুধুই রাজনৈতিক প্রচারণা নয়, এটি যেন এক আহ্বান হয়ে উঠেছে নতুন ভোটারদের কাছে।
বিএনপি নেতারা বলছেন, তরুণদের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের বক্তব্য, দলীয় দিকনির্দেশনা এবং রাজনৈতিক বার্তা প্রতিদিন ছড়িয়ে পড়ছে তরুণদের মাঝে। অনেকেই এখন তাকে দেখছেন ভবিষ্যতের বাংলাদেশ গড়ার অন্যতম নেতৃত্ব হিসেবে।
নড়াইল জেলা বিএনপির এক নেতা বলেন,
> “আমরা আর শুধু পুরোনো কৌশলে রাজনীতি করতে চাই না। এখন সময় তরুণদের কাছে পৌঁছানোর, তাদের ভাষায় কথা বলার। এই স্লোগানটা সেই চেষ্টারই অংশ। তারুণ্যই পারে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বড় ভূমিকা রাখতে।”
উপজেলা পর্যায়ে শুরু হয়েছে তরুণ ভোটারদের নিয়ে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, গণসংযোগ এবং স্থানীয় ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি। ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনগুলোও নতুন উদ্যমে সংগঠনকে চাঙা করতে কাজ শুরু করেছে।
বিএনপি নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর নড়াইলে দলটি এক ধরনের ঐক্যবদ্ধ উদ্দীপনায় ফিরেছে। জাতীয় নির্বাচন সামনে রেখে এই স্লোগান এবং তারেক রহমানের প্রতি আনুগত্যই হতে পারে তাদের রাজনৈতিক পুনর্জাগরণের মূল চাবিকাঠি।
নড়াইলের এক তরুণ ভোটার বলেন,
> “আমরা পরিবর্তন চাই। আমাদের প্রথম ভোটটা যেই প্রতীকে দেব, তা যেন গণতন্ত্রের পক্ষে যায়—এই ভাবনা থেকেই ধানের শীষের পাশে দাঁড়াতে চাই।”
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের তরুণকেন্দ্রিক প্রচারণা কৌশল অনেকটাই কার্যকর হতে পারে যদি মাঠপর্যায়ে সংগঠন সক্রিয় থাকে এবং জনসম্পৃক্ত ইস্যুগুলোকে তুলে ধরতে পারে।
সব মিলিয়ে বলা যায়, "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক"—এই স্লোগানের মাধ্যমে নড়াইল বিএনপি নতুন করে নিজেদের জানান দিচ্ছে। আর সকলের চোখ এখন এক জায়গায়—লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে, যাকে ঘিরে দলীয় কর্মীদের স্বপ্ন ও প্রত্যাশা গড়ে উঠছে প্রতিদিন।