তরুণদের চোখে আগামী নির্বাচনে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয় বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ তরুণদের চোখে আগামী নির্বাচনে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয় নিউজ ডেস্ক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে বিএনপি সর্বোচ্চ ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে বলে মনে করেন দেশের তরুণ প্রজন্ম। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এই জরিপ অনুযায়ী, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, যারা পাবে ২১.৪৫ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ ভোট। সানেম জানায়, ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণে দেশের ৮টি বিভাগের ১৬টি জেলা ও ৩২টি উপজেলায় জরিপটি পরিচালিত হয়। নারী-পুরুষের দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা জরিপে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২.২১ শতাংশ জামায়াত এবং ১৪.৪৪ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান। অন্যদিকে, নারী ভোটারদের মধ্যে বিএনপিকে ভোট দেবেন ৩৭.০৩ শতাংশ, জামায়াতকে ২০.৫৭ শতাংশ এবং এনসিপিকে ১৭.৪৭ শতাংশ। এনসিপির প্রতি নারী ভোটারদের সমর্থন পুরুষদের তুলনায় কিছুটা বেশি। শহর বনাম গ্রাম শহর ও গ্রামের তরুণদের মধ্যে দলভিত্তিক সমর্থনেও পার্থক্য লক্ষ্য করা গেছে। বিএনপিকে ভোট দিতে আগ্রহী শহরের ৩৯.৭৭ শতাংশ এবং গ্রামের ৩৭.৭২ শতাংশ তরুণ। জামায়াতের প্রতি শহরে ২১.৬৬ শতাংশ এবং গ্রামে ২১.২৫ শতাংশ তরুণ সমর্থন জানিয়েছেন। এনসিপিকে শহরে ১৬.২৮ শতাংশ এবং গ্রামে ১৫.৩৮ শতাংশ ভোটার ভোট দিতে চান। আওয়ামী লীগের সম্ভাবনা জরিপে অংশ নেওয়া তরুণদের মতে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে তারা পাবে মাত্র ১৫.০২ শতাংশ ভোট। এদের মধ্যে গ্রামের তরুণদের মধ্যে সমর্থন রয়েছে ১৬.৬২ শতাংশ এবং শহরে ১৩.৪৬ শতাংশ। অন্যান্য দলের অবস্থান অন্যান্য ধর্মীয় দলগুলো ৪.৫৯ শতাংশ, জাতীয় পার্টি ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দলসমূহ ০.৫৭ শতাংশ ভোট পাবে বলে জরিপে উল্লেখ করা হয়। SHARES রাজনীতি বিষয়: