ঢাকা আসার পথে দুর্ঘটনায় নিহত ৪, জামায়াত আমিরের শোক বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫ ঢাকা আসার পথে দুর্ঘটনায় নিহত ৪, জামায়াত আমিরের শোক নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকাস্থ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে মাওয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (২৮ জুন) সকালে যশোর থেকে আগত একটি বাস মহাসড়কে দুর্ঘটনায় পড়ে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, > “আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসা যশোরের একটি বাস মাওয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় মহান আল্লাহর ৪ জন বান্দা ইন্তেকাল করেছেন।” তিনি আরও লেখেন, > “মহান রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আরও কতিপয় ব্যক্তি আহত হয়েছেন। মহান আল্লাহ তাদেরও সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।” দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হচ্ছে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে। SHARES নাগরিক সংবাদ বিষয়: