ডেলিভারি বয় সেজে তরুণীর বাসায় ঢুকে ধর্ষণ, মুখে স্প্রে করে অচেতন করে পাশবিকতা
আন্তর্জাতিক ডেস্ক |
ভারতের পুনে শহরের একটি অভিজাত আবাসিক এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। কুরিয়ার ডেলিভারি বয়ের ছদ্মবেশে বাসায় প্রবেশ করে ২২ বছর বয়সী এক তরুণীকে চেতনানাশক স্প্রে করে ধর্ষণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। এক ব্যক্তি কুরিয়ার কর্মী সেজে তরুণীর বাসায় গিয়ে মোবাইলে আসা ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দাবি করেন। তরুণী জানান, তার মোবাইলে কোনো ওটিপি আসেনি। তখন ওই ব্যক্তি কৌশলে বলেন, একটি কাগজে স্বাক্ষর করতে হবে। তরুণী দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি তার মুখে চেতনানাশক স্প্রে করেন।
চেতনাশক প্রয়োগে তরুণী অচেতন হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, ধর্ষণের পর ভুক্তভোগীর ফোন দিয়ে একটি সেলফিও তোলে এবং লিখে রেখে যায়, ‘আমি আবার আসব’।
এই বর্বরোচিত ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। অপরাধীর পরিচয় শনাক্তে কাজ করছে ফরেনসিক টিম ও সাইবার ইউনিট।
পুনে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “এটি অত্যন্ত নিন্দনীয় ও ভয়াবহ ঘটনা। আমরা অভিযুক্তকে শনাক্তের জন্য প্রযুক্তি ব্যবহার করছি এবং আশা করি দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
এদিকে, এই ঘটনায় অনলাইন শপিং ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এখন দুশ্চিন্তায় ভুগছেন, ভবিষ্যতে অপরিচিত ডেলিভারি কর্মীদের জন্য দরজা খোলা নিরাপদ হবে কিনা।
নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইন ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।