ডেঙ্গুতে পাথরঘাটা উপজেলা পরিষদের কর্মকর্তার মৃত্যু
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুম মুনিরা চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে এবং পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মনির মিয়ার স্ত্রী। তিনি এক ছেলে (১০) ও এক মেয়ে (৬)-এর জননী ছিলেন।
পাথরঘাটা উপজেলা পরিষদের নাজির বাবুল লাল ঘোষ জানান, সিরাজুম মুনিরা গত মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হন। প্রথমে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাতে হঠাৎ করে তার শরীরের প্লাটিলেট সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যায়। অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হচ্ছিল, পথে ভান্ডারিয়ায় তার মৃত্যু হয়।
বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৮০ জন। তাদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। পাথরঘাটায় মৃত্যু হয়েছে তিনজনের।
গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, এছাড়া অন্যান্য হাসপাতালে আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ জানান, “হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। অনেকেই মেঝে, করিডর ও সিঁড়িতে চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত শয্যা ও ওষুধের অভাব রয়েছে। মশার বিস্তার নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।”
তিনি আরও বলেন, “জরুরি ভিত্তিতে জেলার সব পৌরসভা ও ইউনিয়নে মশক নিধন কার্যক্রম জোরদার করা দরকার।”