ডাকাতি করতে গিয়ে প্রবাসী গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, স্বর্ণালংকার ও টাকা লুট

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

ডাকাতি করতে গিয়ে প্রবাসী গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, স্বর্ণালংকার ও টাকা লুট

নিউজ ডেস্ক :

পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) গভীর রাতে কলাপাড়া পৌরসভার লাগোয়া টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের আঁধারে একদল সশস্ত্র ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে ফেলে তারা। পরে আলমারি ভেঙে প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে এরপর — বাড়িতে অবস্থান করা এক মার্কিন প্রবাসী গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাতরা।
ঘটনার পর কলাপাড়া থানা পুলিশ, ডিবি সদস্য ও পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সন্দেহভাজন দুই যুবক — শাকিল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং দ্রুত অন্যান্য দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।