টিকটকে পরিচয়, ভিডিও ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়—গ্রেফতার ১

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

টিকটকে পরিচয়, ভিডিও ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়—গ্রেফতার ১

নিউজ ডেস্ক :

রাজধানীর মালিবাগ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন। পরে সেই ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শোয়াইব (৪১)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামের বশির আহামদের ছেলে।

সিআইডির তথ্য অনুযায়ী, শোয়াইব প্রথমে টিকটক ও ইমো ব্যবহার করে নারীদের সঙ্গে পরিচয় গড়ে তুলতেন। পরে ভিডিও কলে কথোপকথনের সময় কৌশলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নারীদের অন্তরঙ্গ মুহূর্ত ধারণ করতেন। এরপর সেই ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতেন।

এক ভুক্তভোগী নারীর কাছ থেকে তিনি প্রায় ৮ লাখ টাকা আদায় করেন। আরও টাকা দাবি করলে এবং ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে, ইমো অ্যাপে ছড়িয়ে দেন তার ব্যক্তিগত ছবি ও ভিডিও। এতে মানসিকভাবে ভেঙে পড়া ওই নারী রাজধানীর রামপুরা থানায় মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে সিআইডির সাইবার পুলিশ সেন্টার রোববার রাতে রাজধানীর ডিআইটি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে শোয়াইবকে গ্রেফতার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান সোমবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শোয়াইবের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে এবং আরও কেউ এই চক্রে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।