টাঙ্গাইলে যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, পুড়েছে ১২ ঘর বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫ টাঙ্গাইলে যৌনপল্লীতে অগ্নিকাণ্ড, পুড়েছে ১২ ঘর বিডি সময় ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইল শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ও একাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, আসবাবপত্রসহ ঘরের সবকিছুই পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ঘরে গ্যাস সিলিন্ডারে রান্নার সময় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আগুন নেভাতে স্থানীয়রা চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাসিন্দা শুকুর, সালমা, লাল মিয়া, সন্ধ্যা ও আলো বলেন, “আমরা কিছুই রক্ষা করতে পারিনি। সব পুড়ে গেছে। এখন থাকার কোনো জায়গা নেই। সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানাই।” টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে ১২টি ঘর ও কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। SHARES অপরাধ বিষয়: