জোরপূর্বক টোল আদায়ের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

জোরপূর্বক টোল আদায়ের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক :

বান্দরবানে টোল আদায়ের নামে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ও তার অনুসারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

সোমবার (৭ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাঘমারা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগও (স্মারকলিপি) জমা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো ট্যাক্স বা টোল না থাকলেও সম্প্রতি অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছে। এমনকি যেসব যানবাহন বাজারে বিক্রির জন্য নয়, কেবল চলাচলের উদ্দেশ্যে প্রবেশ করে—তাদের থেকেও জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে।

এক ব্যবসায়ী মো. আবুল কাশেম বলেন, “আমরা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অতিরিক্ত টোল আদায় বন্ধ করে আগের নিয়মে ফেরা হবে।”

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, “জেলা পরিষদের ইজারা কেবল বাজার এলাকার মধ্যেই সীমাবদ্ধ। সড়কপথে টোল আদায় নিয়ম বহির্ভূত। বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং ইজারার শর্ত সংশোধন করে আগের নিয়মে ফিরিয়ে নেওয়া হয়েছে।”

তবে এ বিষয়ে যুবদল নেতা আরিফ চৌধুরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় শতাধিক নারী-পুরুষ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন এবং অনৈতিক চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।