জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ: পঞ্চম দিনে প্রকাশিত হলো ‘গণলুটতন্ত্রী’ পোস্টার
নিউজ ডেস্ক :
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র পঞ্চম দিনে প্রকাশিত হলো পঞ্চম পোস্টার ‘গণলুটতন্ত্রী’। শনিবার (৫ জুলাই) এটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়।
ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে”—এই বুলি আওড়ে ফেনা তুলে ফেলেছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা, কিন্তু ভেতরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিস্তৃত ও লাগামহীন লুটপাটই আওয়ামী শাসনামলের এক বড় বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।”
পোস্টারটি এঁকেছেন শিল্পী দেবাশিস চক্রবর্তী। তিনি ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর ৫ থেকে ৮ নম্বর পোস্টারে তুলে ধরছেন লুটপাট, দমনপীড়ন ও রাজনৈতিক সহিংসতার চিত্র।
প্রথমে ধারাবাহিকভাবে দশটি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও জনসাধারণের ব্যাপক অনুরোধ ও আগ্রহে শিল্পী এখন আরও পোস্টার আঁকার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ধারাবাহিকভাবে প্রকাশিত চারটি পোস্টার ছিল—
১ জুলাই: ‘রাষ্ট্রীয় মদদে গুম’
২ জুলাই: ‘বিডিআর ম্যাসাকার’
৩ জুলাই: ‘শাপলা ম্যাসাকার’
৪ জুলাই: ‘পরাধীনতার দিনগুলি’
১ জুলাই থেকে শুরু হওয়া মাসব্যাপী ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’-তে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পোস্টার প্রদর্শনী।
আয়োজক পক্ষ জানিয়েছে, এসব আয়োজনের মাধ্যমে জনগণের মনে ইতিহাসের সত্য ঘটনাগুলো তুলে ধরাই তাদের উদ্দেশ্য।