জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

জাতীয় ঐক্য অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:

‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।