জমিতে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

জমিতে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে জমিতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। বুধবার (২ জুলাই) দুপুরে কদ্দিপাঁচগাঁও গ্রামের রেললাইনের পাশের জমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় আব্দুর রব তপদার (৬০), পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার ছেলে সায়েম তপদার (১৬), শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে পাট জাগ দিতে যান আব্দুর রব। এসময় পাশের একটি দোকান থেকে নেওয়া বিদ্যুতের ছেঁড়া তার জমিতে পড়ে ছিল। অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে কাতরাতে থাকেন তিনি। বিষয়টি দেখে পাশের এক মেয়ে তার ছেলেকে ডাকেন। ছেলে সায়েম বাবাকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আব্দুর রবের শ্যালক শাহ আলম বলেন, “আমার বোনের জামাই ও ভাগিনা একসঙ্গে মারা গেলো। এটা যেনো এক দুঃস্বপ্ন।”

চাঁদপুর সদর থানার ওসি বাহার মিয়া জানান, পরিবার পুলিশকে না জানিয়ে লাশ বাড়িতে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।