ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন বড় ভাই, এলাকাজুড়ে চাঞ্চল্য 

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালালেন বড় ভাই, এলাকাজুড়ে চাঞ্চল্য 

নিউজ ডেস্ক :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘটেছে চাঞ্চল্যকর এক পারিবারিক কেলেঙ্কারির ঘটনা। ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন বড় ভাই—এমন অভিযোগে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, নেমে এসেছে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা।

ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তি হলেন অসিম মিস্ত্রী (৫৮), যিনি স্থানীয় অতুল মিস্ত্রীর ছেলে। তিনি তারই চাচাতো ভাই উত্তম মিস্ত্রীর (৪২) স্ত্রী বিথীকা রানীকে (৩৮) নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিথীকা রানী পেশায় গৃহিণী এবং তিন সন্তানের জননী।

নগদ টাকা ও স্বর্ণালংকারসহ গৃহবধূ নিখোঁজ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুন বিথীকা রানী ঘরে রক্ষিত নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে হঠাৎ নিখোঁজ হন। তার খোঁজ না পেয়ে স্বামী উত্তম মিস্ত্রী বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নিশ্চিত হওয়া যায়, বিথীকা রানী অসিম মিস্ত্রীর সঙ্গে পালিয়ে গেছেন।

উত্তম মিস্ত্রী সাংবাদিকদের জানান, “সেদিন বাজার থেকে ফিরে এসে দেখি ঘরের তালা বন্ধ, চাবি নিচে পড়ে আছে। ছেলে-মেয়েরা জানায়, মা বাড়িতে নেই। খোঁজ করতে গিয়ে জানতে পারি, আমার বড় ভাই প্রায়ই আমাদের বাসায় আসতেন। সেই সূত্রেই সম্পর্ক গড়ে ওঠে এবং এখন সে আমার স্ত্রীকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ নিয়ে পালিয়েছে।”

তিনি আরও বলেন, “আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার চাচাতো ভাই এমন বিশ্বাসঘাতকতা করতে পারে। আমার সংসার শেষ করে দিলো।”

সামাজিক প্রতিক্রিয়া

এই ঘটনায় শিবপুর গ্রামজুড়ে নেমে এসেছে চাঞ্চল্য। অনেকেই বিষয়টিকে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের নিদর্শন হিসেবে দেখছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “এ ধরনের ঘটনা খুবই লজ্জাজনক। এতে সামাজিক বন্ধন এবং পারিবারিক বিশ্বাসে ধস নামে।”

পুলিশের অবস্থান

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী উত্তম মিস্ত্রী থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”