ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমার হুমকি দিলেন মা!
নিউজ ডেস্ক :
ঢাকা-কাঠমান্ডুগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে পুরো বিমানবন্দর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছেন এক নারী। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—ছেলের পরকীয়া প্রেম ঠেকাতেই মা এমন ভয়ংকর নাটক সাজিয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “সম্প্রতি এক নারী অচেনা নম্বর থেকে ফোন করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায়—ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে। ফলে ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং তল্লাশি চালানো হয়। তবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।”
র্যাবের অনুসন্ধানে জানা যায়, ইমন নামের এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু ভ্রমণে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন ইমনের স্ত্রী ও মা। এরপর ইমনের এক বন্ধুর কাছ থেকে ফ্লাইটের তথ্য নিয়ে তার মা ফোন করে এই বোমার হুমকি দেন, যাতে করে ছেলে কাঠমান্ডু যেতে না পারে।
র্যাব ডিজি বলেন, “বিষয়টি স্পষ্টভাবে পারিবারিক। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।”
র্যাবের এই অভিযানে বোঝা যায়, পারিবারিক জটিলতা কতটা চরম পরিণতিতে পৌঁছাতে পারে। শুধু পরকীয়া ঠেকাতে এমন মিথ্যা তথ্য দেওয়া মারাত্মক অপরাধ এবং এর ফলে সাধারণ যাত্রীরা আতঙ্কিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় সম্পদও।
আইনি প্রক্রিয়া চলছে এবং মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক ছড়ানোর দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।