ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আবদুল্লাহর মন্তব্য ঘিরে আলোচনার ঝড় বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০২৫ ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আবদুল্লাহর মন্তব্য ঘিরে আলোচনার ঝড় বিডি সময় নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার রাতে ফেসবুকে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লেখেন—“ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি।” তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো আলোচনার সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসে সরাসরি কোনো ঘটনার উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, এটি পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যার প্রেক্ষিতে দেওয়া হয়েছে। পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটে যায় এক লোমহর্ষক ঘটনা। প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে। জানা যায়, নিহত সোহাগ দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় পুরোনো বৈদ্যুতিক কেবল ও তামার তারের ব্যবসা করতেন। তিনি ওই অঞ্চলের বৈদ্যুতিক স্ক্র্যাপ ব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন। তবে সেই নিয়ন্ত্রণ হাতিয়ে নিতে মরিয়া ছিল মহিন ও টিটু নামে আরও দুই ব্যবসায়ী। তারা ব্যবসার ৫০ শতাংশ শেয়ার দাবি করে, নতুবা নিয়মিত চাঁদা দেওয়ার শর্ত চাপিয়ে দেয়। এই অর্থনৈতিক দ্বন্দ্ব থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। ফাঁদে ফেলে হত্যার অভিযোগ ঘটনার দিন সোহাগকে ‘ঝামেলা মিটিয়ে নেওয়ার’ কথা বলে তার বাসা থেকে ডেকে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালের সামনে। কিন্তু সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। এরপর প্রকাশ্য রাস্তায় পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। সামাজিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে বিক্ষোভ হয়। এদিকে, হাসনাত আবদুল্লাহর ‘ছাত্ররা ঘরে ফেরেনি’ মন্তব্য রাজনৈতিক বার্তা বহন করছে বলে অনেকে মনে করছেন। কেউ কেউ এটিকে রাজপথে ছাত্র আন্দোলনের পূর্বাভাস হিসেবে দেখছেন। SHARES অপরাধ বিষয়: