চিকিৎসক ছাড়া প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যু, অভিযোগ পরিবারের

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

চিকিৎসক ছাড়া প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যু, অভিযোগ পরিবারের

নিউজ ডেস্ক :

জামালপুর শহরের নগর মাতৃসদন কেন্দ্রে গাইনি চিকিৎসক ছাড়াই প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (৫ জুলাই) ভোররাতে শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নবজাতকের বাবা সোহেল আনসারী জানান, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী নৌরিন জান্নাত মৌ-কে প্রসববেদনা শুরু হলে দ্রুত নগর মাতৃসদনে ভর্তি করা হয়। তবে সেখানে দায়িত্বে থাকা কোনো গাইনী চিকিৎসক ছিলেন না।

তিনি অভিযোগ করে বলেন,

> “হাসপাতালে কোনো ডাক্তার না থাকায় নার্স শিরিন আক্তার ও আয়া ময়না জোর করে স্বাভাবিক প্রসব করানোর চেষ্টা করেন। তারা টেনে-হিঁচড়ে বাচ্চা বের করতে গিয়ে আমার সন্তানের গলা ও শরীরে আঘাত করে মেরে ফেলেছেন।”

পরিবারের দাবি, নবজাতকের গলা ও শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে, যা চিকিৎসাগত গাফিলতির ইঙ্গিত দেয়।

এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ পাওয়ার পরও এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।