চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা নিউজ ডেস্ক : সিলেটে চা দিতে দেরি হওয়ায় তর্কাতর্কির জেরে রুমন আহমদ (২২) নামের এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে একদল যুবক। রোববার (১৩ জুলাই) দুপুরে সিলেট নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চা দিতে একটু দেরি হবে’—এ কথা বলায় হোটেল কর্মচারীর সঙ্গে এক যুবকের কথাকাটাকাটি হয়। প্রথম দফায় হোটেল মালিক ও স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও কিছু সময় পর ওই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” নিহত রুমন আহমদের বাড়ি সিলেট জেলার একটি গ্রামে। হতভাগ্য এই তরুণ স্থানীয়ভাবে একটি হোটেলে কাজ করতেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। SHARES অপরাধ বিষয়: