চাঁদাবাজি-নৈরাজ্য দমনে কঠোর পুলিশ, তৈরি হচ্ছে তালিকা
নিউজ ডেস্ক :
সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের চিহ্নিত করে তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, "দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন।"
তিনি আরও বলেন, "গণ-অভ্যুত্থানের পর এখনো পুলিশ বাহিনীর মনোবল কিছুটা দুর্বল, যার ফলে শতভাগ সক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতির উন্নয়নে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "বিচার প্রক্রিয়ার ধীরগতি আইনশৃঙ্খলা বাহিনীর দায় নয়। তবে তারা নির্লিপ্ত অবস্থানে নেই। বরং আগের তুলনায় এখন আরও সক্রিয়ভাবে কাজ করছে।"
সাম্প্রতিক এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় তিনি বলেন, "অপরাধীদের গ্রেপ্তার করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আর শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। দুই পক্ষের সমন্বয়েই বিচার নিশ্চিতে অগ্রগতি সম্ভব।"