চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর যুবদল নেতা বহিষ্কার
বিডি সময় ডেস্ক রিপোর্ট :
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে চাঁদাবাজি ও হামলার মামলায় গ্রেফতার হওয়ায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ। একইদিনে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপ এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে মনিরুজ্জামান মনিরকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৩ জুলাই ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় চাঁদা না পেয়ে একটি সশস্ত্র দল হামলা চালায়। নদীপথে ট্রলারে করে আসা ২৫-৩০ জনের ওই দলটি কারখানায় ঢুকে শ্রমিক কক্ষে ভাঙচুর চালায়, মোবাইল, ল্যাপটপসহ মালামাল লুট করে এবং ৭ শ্রমিককে আহত করে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পরদিন কারখানা কর্তৃপক্ষ পলাশ থানায় মামলা দায়ের করে, যাতে মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামি করা হয়। মামলায় আরও ২৫ জনের নাম উল্লেখ করা হয় এবং ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
৫ জুলাই রাতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর এলাকা থেকে মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ জুলাই আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে, তার গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে শতাধিক সমর্থক বিক্ষোভ মিছিল করেন।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, “এজাহারভুক্ত ১ নম্বর আসামি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, “দলের নীতিমালা অনুযায়ী মনিরুজ্জামান মনিরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবদলে শৃঙ্খলা ভঙ্গের কোনো সুযোগ নেই।”