চট্টগ্রামে প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর, জমি বিরোধকে কেন্দ্র করে তাণ্ডব বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫ চট্টগ্রামে প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর, জমি বিরোধকে কেন্দ্র করে তাণ্ডব নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে জনসম্মুখে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়ভাবে; ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভুক্তভোগী শিক্ষক আবদুর রহমান বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নিজে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুচির পাড়ায় বসবাস করেন। আবদুর রহমান জানান, ঘটনার দিন ছিল গত শুক্রবার (২৭ জুন) বিকেল। স্থানীয় শামসুল ইসলামের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দিন কথিত সমঝোতার উদ্দেশ্যে শামসুল তাকে ডেকে নেয়। কিন্তু পরে জোরপূর্বক একটি সাদা স্ট্যাম্পে সই করাতে চায়। তিনি রাজি না হওয়ায়, শামসুল ইসলামের লোকজন তাকে খুঁটিতে বেঁধে জনসম্মুখে হেনস্তা ও মারধর করে। এ ঘটনায় ইতোমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। অনেকে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন সচেতন মহল। SHARES অপরাধ বিষয়: