গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে: আইএসপিআর

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে: আইএসপিআর

নিউজ ডেস্ক :

গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় ১৬ জুলাই একটি রাজনৈতিক দলের ঘোষিত পদযাত্রা ও জনসমাবেশকে কেন্দ্র করে একদল উচ্ছৃঙ্খল জনতা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তারা প্রথমে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং পরবর্তীতে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।”

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে হস্তক্ষেপ করে। তবে জনতাকে মাইকিংয়ের মাধ্যমে বারবার নিবৃত্ত করার চেষ্টা সত্ত্বেও, তারা সেনাবাহিনীর ওপর ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ অবস্থায় আত্মরক্ষার্থে সেনাবাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহিংসতার সময় জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া ব্যক্তি ও নেতাকর্মীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলনায় স্থানান্তর করা হয়।

আইএসপিআর জানিয়েছে, বর্তমানে গোপালগঞ্জে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের জারি করা কারফিউ চলমান। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো সমন্বিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

বাংলাদেশ সেনাবাহিনী সকলকে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে গোপালগঞ্জের জনগণকে শান্তিপূর্ণভাবে সহায়তা করার জন্য ধন্যবাদও জানানো হয়।