গোপালগঞ্জে রাতে কারফিউ, দিনে ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উত্তপ্ত গোপালগঞ্জে আবারও কারফিউ এবং ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। এরপর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর জানান, “রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।”
উল্লেখ্য, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিনে গোপালগঞ্জে সহিংসতা দেখা দেয়, যার জেরে প্রাণহানিও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে।