গোপালগঞ্জে পুলিশের অসহযোগিতার অভিযোগ উপদেষ্টা আসিফ নজরুলের বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ গোপালগঞ্জে পুলিশের অসহযোগিতার অভিযোগ উপদেষ্টা আসিফ নজরুলের নিউজ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “১৫ বছর ধরে শেখ হাসিনা যেভাবে পুলিশকে নিয়ন্ত্রণে রেখেছেন, তাতে তাদের কাছ থেকে নিরপেক্ষ সহযোগিতা আশা করা যায় না।” বুধবার (১৬ জুলাই) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, “আমরা এমন একটি পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছি, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত। তাই তারা আমাদের কার্যক্রমে পুরোপুরি সহযোগিতা করছে না। শেখ হাসিনা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন।” তিনি আরও বলেন, “যা কিছু ঘটছে, তা নতুন বাংলাদেশ গঠনের পথে বড় প্রতিবন্ধকতা। এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থাকলেও, এখনো পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।” তিনি সাফ জানিয়ে দেন, “এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বরদাশত করবো না। পুলিশসহ যারাই এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।” SHARES আইন আদালত বিষয়: