গোপালগঞ্জের পর এবার কক্সবাজারের চকরিয়ায় এনসিপি'র পথসভা মঞ্চে ভাঙচুরের অভিযোগ
নিউজ ডেস্ক :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কর্মসূচিতে বাধা ও সহিংসতার ঘটনার রেশ না কাটতেই এবার কক্সবাজারের চকরিয়ায় দলটির পথসভায় বাধা ও অস্থায়ী মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে এনসিপি’র কর্মসূচি চলাকালে এই ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, একদল ব্যক্তি মঞ্চ থেকে এনসিপির ব্যানার খুলে ফেলছে এবং ট্রাকভিত্তিক মঞ্চে ভাঙচুর চালাচ্ছে।
এনসিপি নেতাদের দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত। তারা অভিযোগ করেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিতেই ঘটনাটি ঘটানো হয়। হামলার সময় তাদের কর্মীরা পালাতে বাধ্য হন।
তবে চকরিয়া বিএনপির নেতারা এই অভিযোগ অস্বীকার করে বলেন, তারা কোন ধরনের বাধা সৃষ্টি করেননি। বরং এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দীন আহমদ সম্পর্কে কটূক্তি করায় তারা ক্ষুব্ধ হয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এনসিপি’র পথসভা ঘিরে উত্তেজনা থাকলেও ভাঙচুরের কোনো অভিযোগ বা সত্যতা প্রমাণিত হয়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ মোতায়েন রয়েছে।”
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সামাজিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।