গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আমীর হামজার
নিউজ ডেস্ক :
ইসলামী বক্তা মুফতি আমীর হামজা গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “গোপালগঞ্জ একটি অভিশপ্ত জেলা। এই জেলাকে ভেঙে আশপাশের নড়াইল, ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল জেলার সঙ্গে যুক্ত করে ৬৪ জেলার দেশকে ৬৩ জেলায় পরিণত করতে হবে।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়ায় জামায়াত ইসলামের আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশটি গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে আয়োজন করা হয়।
আমীর হামজা আরও বলেন, “যারা আমাদের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, তাদের ওপর হামলা মানে দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলা। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, আমরা ধরে নেব প্রশাসনের লোকজনই এ হামলায় জড়িত।”
জামায়াত নেতাদের হুঁশিয়ারি
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমীর মো. আব্দুল গফুর এবং জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন। তাঁরা প্রশাসনের সমালোচনা করে বলেন, বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে।
এদিকে, এই বক্তব্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী এবং উসকানিমূলক হিসেবে আখ্যা দিয়েছেন।