গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫ গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান বিডি সময় ডেস্ক রিপোর্ট: গুমের শিকার বিএনপি নেতা পারভেজ হোসেনের কন্যা নিধি’র হৃদয়বিদারক বক্তব্য শুনে কান্নায় ভেঙে পড়লেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার আয়োজিত ‘গুম-নিখোঁজ ও নিপীড়নের শিকার পরিবারদের সাথে সংহতি’ শীর্ষক এক অনুষ্ঠানে এই আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। নিধি ছোট্ট কণ্ঠে বলেন, “আব্বু কোথায়, আমি জানি না। ছোটবেলা থেকেই আমি শুধু শুনেছি, তিনি ফিরবেন। কিন্তু আজ ১২ বছর হয়ে গেল, কেউ কিছু জানায় না। আমি শুধু চাই, আমার আব্বু যদি বেঁচে থাকেন, তাকে যেন ফিরিয়ে দেওয়া হয়। আর যদি না থাকেন, তাহলে জানতে চাই—কেন?” তার এই কথাগুলো শোনার সময় ভার্চুয়ালি যুক্ত থাকা তারেক রহমান আবেগ ধরে রাখতে পারেননি। চোখ মুছতে মুছতে বলেন, “এই দেশের জনগণ একদিন জবাব চাইবেই—কে নিধির বাবা পারভেজকে গুম করেছিল। আমরা এই অন্যায়ের বিচার হবেই করব।” অনুষ্ঠানে নিখোঁজ বিএনপি নেতা, কর্মী এবং অন্যান্য বিরোধীদলের নেতাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি জানান। SHARES অপরাধ বিষয়: