গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে এলাকাজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অবস্থিত স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড পোশাক কারখানার সামনে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় কমপক্ষে ১৫টি ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুট মালামালের ব্যবসা নিয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লা ও স্থানীয় বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি মালামাল ডেলিভারি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুটি মামলা হয়।

শনিবার দুপুরে হালিম মোল্লা সমর্থিত নেতাকর্মীরা মহাসড়কে শোডাউন শুরু করলে খবর পেয়ে প্রতিপক্ষের নেতাকর্মীরাও সেখানে জড়ো হয়। তখনই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও একের পর এক ককটেল বিস্ফোরণ।

স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার চাচাতো ভাই পরিচয়দানকারী আবু সাইদের নেতৃত্বে একদল নেতাকর্মী কারখানার দিকে এগিয়ে গেলে প্রতিপক্ষের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ চরমে পৌঁছে। এ সময় প্রায় ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দর হাবীবুর রহমান বলেন, “মহাসড়কের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে। কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।