গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক |
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় রাগিব নূর নোহান (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
পরিবার জানায়, নোহান বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তিনি তার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোহানের মামা মো. সেলিম জানান,
> “সকালে আমরা তাকে ঝুলন্ত অবস্থায় পাই। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি, কোনো মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, হয়তো সে নিয়েই কোনো ঝামেলা ছিল।”
নোহানের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনখালী উপজেলার রাঙালিয়া গ্রামে। তিনি ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া নয়াটোলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিন ভাইবোনের মধ্যে নোহান ছিলেন সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
> “মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।”
তবে আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেমঘটিত কোনো বিষয় না পারিবারিক মানসিক চাপ—সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।