খুলনা আলিয়া ছাত্রলীগের সভাপতিকে মারধর করে পুলিশে সোপর্দ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫ খুলনা আলিয়া ছাত্রলীগের সভাপতিকে মারধর করে পুলিশে সোপর্দ খুলনা প্রতিনিধি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামকে জনতার হাতে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত ৫ আগস্টের একটি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। সোমবার সন্ধ্যার পর খুলনার সুন্দরবন কলেজ এলাকার সড়কে তাকে দেখতে পায় স্থানীয়রা। এরপর ধাওয়া দিয়ে তাকে আটক করে মারধর করা হয়। পরে তাকে খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম হোসেন বলেন, “আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর আমরা তাকে থানায় নিয়ে এসেছি। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।” স্থানীয়রা জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও সহপাঠীদের নির্যাতনের অভিযোগ ছিল। মাদ্রাসার ভেতর ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি, হুমকি-ধমকি ও মারধরের অভিযোগে তাকে বহিষ্কারের দাবিও উঠেছিল। এদিকে, তার গ্রেফতারের খবরে খুলনা আলিয়া মাদ্রাসা ও আশপাশের এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রসঙ্গত, ছাত্রলীগকে সরকার সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করায় এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে। এরই ধারাবাহিকতায় আত্মগোপনে থাকা অনেক নেতাকর্মী ধরা পড়ছেন সাধারণ মানুষের সহায়তায়। SHARES অপরাধ বিষয়: