খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যা: তথ্যদাতা হিসেবে অভিযুক্ত সজল গ্রেফতার বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যা: তথ্যদাতা হিসেবে অভিযুক্ত সজল গ্রেফতার নিউজ ডেস্ক : খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুবুর রহমান মোল্লা হত্যাকাণ্ডে তথ্যদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সজল (২৭), তিনি পশ্চিম মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা ও সাহেব আলীর পুত্র। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুবদল নেতা মাহবুব। তার শরীরে নয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে এবং মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়। গভীর রাতে অভিযান চালিয়ে শনিবার আনুমানিক রাত ২টার দিকে পুলিশ সজলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তদন্তে উঠে এসেছে, সজল সরাসরি হত্যায় অংশ না নিলেও, মাহবুবের গতিবিধি ও অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হত্যাকারীদের কাছে সরবরাহ করেছিল। এসব তথ্যের ভিত্তিতেই পরিকল্পনা অনুযায়ী হামলা চালানো হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম জানান, “সজল হত্যাকাণ্ডে সহায়তাকারী হিসেবে সক্রিয় ছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে গোপন সংগঠনের তথ্যও সরবরাহের অভিযোগ রয়েছে। হামলার সময় সে দুর্বৃত্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলাফেরার খবর জানিয়ে দিচ্ছিল।” পুলিশ জানায়, সজলের কাছ থেকে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সহ-সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডের পরদিন তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা থানায় ১২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। SHARES অপরাধ বিষয়: