খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুব গুলিতে নিহত, রগ কেটে মৃত্যু নিশ্চিত বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫ খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুব গুলিতে নিহত, রগ কেটে মৃত্যু নিশ্চিত নিউজ ডেস্ক : খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদলের বহিষ্কৃত নেতা মোল্লা মাহবুবুর রহমান (৪২)। শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিজ বাড়ির সামনে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, দুপুরে মাহবুব নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত গুলি চালিয়ে তাকে ফেলে দেয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় আশপাশের লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। হামলার পরপরই দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসা নিয়ে স্থানীয় একটি চক্রের সঙ্গে মাহবুবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার তার ওপর হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, মাহবুব দৌলতপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কুয়েটে ছাত্রদের সঙ্গে সংঘর্ষের সময় হাতে রামদা থাকা একটি ছবি ভাইরাল হলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পরও তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ওসি আতাহার আলী বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’’ SHARES অপরাধ বিষয়: