খানাখন্দে ভরা সড়কে বাড়ছে মৃত্যুঝুঁকি, চার লেনের দাবি জোরালো বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ খানাখন্দে ভরা সড়কে বাড়ছে মৃত্যুঝুঁকি, চার লেনের দাবি জোরালো নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের বিভিন্ন অংশে ভয়াবহ খানাখন্দে ভরে গেছে সড়ক। কোথাও পিচঢালাই নেই, কোথাও আবার বড় বড় গর্তে পরিণত হয়েছে চলার পথ। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি প্রতিনিয়তই আহত হচ্ছেন যাত্রী ও চালকরা। সরেজমিনে ফরিদপুর সদরের বাখুন্ডা, নগরকান্দা উপজেলার মহিলা রোড, তালমা, পুখুরিয়া এবং নড়াইল, যশোর, বেনাপোল পর্যন্ত সড়কগুলোতে দেখা গেছে নাজুক অবস্থা। এসব সড়কে প্রায়শই যানবাহন বিকল হয়ে পড়ে থাকছে। বড় গর্তে চাকা পড়ায় উল্টে যাচ্ছে অটোরিকশা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস-ট্রাকসহ অন্যান্য যান। ঢাকা থেকে রোগী নিয়ে ফরিদপুরে আসা অ্যাম্বুলেন্স চালক কাশেম বেপারী বলেন, “ভাঙ্গা থেকে ফরিদপুর আসতেই দেড় ঘণ্টা লেগেছে। রাস্তায় এত গর্ত, এত ঝাঁকুনি—রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। রাতের বেলায় তো গাড়ি চালানোই যায় না।” নগরকান্দার মহিলা রোড এলাকায় এক লরি বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। সামনের দুটি চাকা নষ্ট হয়ে গেছে। দক্ষিণাঞ্চলের চাঁচড়া মোড়, বারান্দি পাড়া, ঝিকরগাছা বাসস্ট্যান্ড, সালথা মোড়সহ বিভিন্ন এলাকার মানুষ জানিয়েছেন, সড়কের বেহাল দশা যেন যাত্রীদের জীবনের সঙ্গে সরাসরি খেলা করছে। চালক আকবর হোসেন বলেন, “গাড়ি চালানোর কোনো কায়দা নেই। গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়ে গেছে। ৩০ হাজার টাকা খরচ হবে ঠিক করতে। প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনায় পড়ছে।” স্থানীয় বাসিন্দা ফয়েজুল বারী বলেন, “প্রতিদিন অটোরিকশা উল্টে যাচ্ছে। এই রাস্তা দ্রুত সংস্কার করতে হবে, এবং চার লেনে উন্নীত করাও এখন সময়ের দাবি।” সংস্কারের উদ্যোগেও ধীরগতি সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ৩২ কিলোমিটার অংশ সংস্কারে ৪৯ কোটি টাকা ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। তবে এখনও কাজ শুরু হয়নি। বৃষ্টির অজুহাতে কেবল খানাখন্দে ইট-বালু ফেলার কাজ চলছে। ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, “দুটি প্যাকেজের আওতায় ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়েছে। বৃষ্টির কারণে মূল কাজ শুরু করা যাচ্ছে না। তবে জরুরি ভিত্তিতে খানাখন্দ ভরাট করা হচ্ছে।” তিনি আরও জানান, এই সড়ক চার লেনে উন্নীত করার প্রক্রিয়াও চলমান রয়েছে। চার লেনের দাবিতে আন্দোলন দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি চেয়ে ফরিদপুরের জনগণ এখন একজোট হয়েছে। ‘ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়ন’ শীর্ষক কমিটির ব্যানারে চলছে মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি। আগামীকাল রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: